কুহেলি মেলায় নিখোঁজ হব ফাগুনের গীতে,
মিষ্টি-রোদ্দুর মাখিব গায়ে কনকনে এই শীতে।
নীহার ক’রেছে ভিড় জমে ঘাসের ডগায়,
বুলবুলি ডাকিছে বসিয়া শিমুল-বৃক্ষের-শাখায়।
মহুয়া-বনে ডাকিছে কোকিল কুহু কুহু সুরে,
মৌমাছি গাহিছে গান নব-ফুলে ফুলে উড়ে।
ফাগুনের ছোঁয়ায় নব-পল্লবে শিহরণ জাগিয়াছে,
ফাগুনের হাওয়ায় হলুদের বন্যায় প্রকৃতি সাজিয়াছে।
দুয়ারে এসে দাঁড়িয়েছে বিমোহিত-ফাগুন!
মুখরিত মানব মনে লাগিয়াছে তাই আগুন!
শিমুল-পলাশ-অশোকের লালে রঙিন হোক মন,
মু’ছে যাক পুরোনো সব গ্লানি, এইতো ফাগুনের-পণ।