এই শহুরে বহুরাস্তায় হেঁটেছি আমি, নেড়েছি কড়া কত দ্বারে;
কিঞ্চিৎ প্রেমের লোভে ভাঙিয়া গড়েছি মোরে।
কত প্রাণে অন্ধবিশ্বাস ক’রেছি, কত প্রাণে ক’রেছি ভরসা;
তবুও তাহারা আঘাত হেনেছে, ক’রেছে আমায় কোণঠাসা।
কত কোমল হস্ত প্রতিশ্রুতি দিয়েছে ছুঁ’য়ে মোর কর;
কত ডাগর, চঞ্চল, হরিণী চোখে বারি ঝ’রেছে ঝর-ঝর্।
তবুও কেন ভাঙিল মোর মন, কেন দিলো তাহারা আড়ি;
সেসব প্রশ্নের উত্তর খুঁজিয়া, দিশেহারা হইয়াছি আমি নারী।