বাবা মানে সুনীল আকাশে বিশাল ছায়া-মেঘ,
বাবা মানে শতকথা বুকে চাপা নিশ্চুপ আবেগ।
বাবা মানে শৈশব কাঁধে চড়ে বড় হওয়া,
বাবা মানে আঙুল দিয়ে পৃথিবী চিনিয়ে দেওয়া।
বাবা মানে বিদ্যা-নিকেতন ধরণীর আদর্শ-বিদ্যালয়,
বাবা মানে কঠোর-মানব অন্তর কোমলময়।
বাবা মানে ধমক দিয়ে পূর্ণ করা সব বায়না,
বাবা মানে মনের কথা যা মুখে প্রকাশ হয় না।
বাবা মানে স্বপ্ন পূরণে সোনার-জাদু-কাঠি,
বাবা মানে ইচ্ছে-সাগর কী দিয়ে তা মাপি।
বাবা মানে ভবিষ্যৎ গড়িয়ে দেওয়া জরাজীর্ণ-দেহ,
বাবা মানে শ্রেষ্ঠ-পুরুষ তাঁহার সমতুল্য নয় কেহ।
বাবা মানে পেটের ক্ষুধা নিবারণে ব্যস্ত সারাদিন,
বাবা মানে পরিশোধ না করা পরম সে ঋণ।
বাবা মানে অনন্ত ভালোবাসার সেই মহাপুরুষ,
বাবা মানে আমার পৃথিবী যাহারা গুরুত্ব অশেষ।
বাবার গুণকথন হয় কী কভু তুচ্ছ এই কাব্যে,
বাবা তোমায় ভালোবাসি, না জানি বলিব কোন্ শব্দে।