আমার আগমনে এই ধরনীর কারো নয়নযোগলে
আনন্দ অশ্রুধারা বয়েছিল কিনা জানিনা
তবে পড়ন্ত বেলায় এই উপলদ্ধি হয়েছে আমার বেঁচে থাকা
কারো মনোরঞ্জনের কারন হয়নি।
তাই বেঁচে আছি প্রস্হানের প্রতিক্ষায়।
কারো আশার ভরসা হয়ে কারো ছায়া হয়ে
সঙ্গী হয়ে বাতীঘর  হতে পারিনি।
তাই বেঁচে আছি বিভৎস প্রস্হানের অপেক্ষায়। ভয়ংকর প্রস্হান!
বট বৃক্ষের ফলের মত অযত্নে অবহেলায় লোক চক্ষুর আড়ালে লুকিয়ে নিস্তবদ্ধ হতে চাই।
রস গন্ধহীন স্বাদহীন ফুল ফলের মত বেঁচে থেকে কি লাভ,
সমাজের চোখে অপদার্থ, অচল, অযোগ্যতার চার্টিফিকেটের লজ্জাই কাঁদে নিয়ে ঘুরতে হবে।
আমার প্রস্হানে মাকান খালি হবে অক্সিজেনের অপচয় কমবে
অকারনে জায়গা দখল করে কি লাভ?
পৃথিবীর শ্রেষ্ঠ সন্তানরা বেঁচে থাক
আমার প্রস্হানে যদি পোকা মাকড়ের আহার হয় তবে হউক না! বেঁচে থাকুক আমাকে ভক্ষন করে, নিরাপদ আশ্রয়ে।
আমার বক্ষ বেদ করে যদি কোন নতুন বৃক্ষ মাথা উঁচু করে দাড়াতে চায় তবে সেটাই হউক! অক্সিজেন বিলিয়ে যাক ধরনীর যোগ্য সন্তানদের।