সদায় যে পিছনের টেবিলে বসে থাকত চুপ করে
সে আজ দেশের বড় নেতা
সামনের টেবিলে বসা ছাত্রটা তাকে মাথা
ঠেকিয়ে খুজছে জ্ঞানের সফলতা
আলিসান চেয়ারে বসা চার পাঁচটি নকর
করছে চারদিকে পায়চারি
এক কোনে দাড়িয়ে দেখছে সে
বারান্দায় সাজানো আছে তার দামী গাড়ী।
তার পায়ের জুতাটা সোজা করে দিচ্ছে
আমাদের ফজল আলীর ছেলে
পড়ালেখায় ডিগ্রী পাশ অনেক ঘুরেছে সে
চাকরি নাহি তার মিলে।
বস বস মুখে বলতে বলতে
মুখের লালা বারবার যাচ্ছে শুকে
এ কেমন হাল আমাদের সমাজের
কেমন যেন তীর এসে বাঁধল বুকে।
এস, এস, সি তে তিনবার ফেল করা
ছাত্রটি ডেকে কাছে নিয়ে বলল বাছা শুন
কি জন্য এসেছ আমি জানি চাকরি তোমার হবেনা
রাজনৈতিক ব্যাকগ্রাউন্ড তোমার ভাল না।
তুমি বরং আমার দলে যোগ দাও
চাকরী চলে যাবে ঘরে 
জ্ঞানের অপমান দেখে যেন সে
লজ্জায় যাবে মরে।
দ্বীর্ঘ নিঃশ্বাস ছেড়ে এসেছে ফিরে বাড়ি
হায় দীর্ঘকাল পড়ে কিছুই তবে
করিতে পারিনি অর্জন
তবে এই দূষিত সমাজ থেকে
আমার পবিত্র নিঃশ্বাসকে করিতে চাই বর্জন
এই নিঃশ্বাস ত্যাগ করে চিরতরে
পাড়ি জমালেন অজানায়
লুটে পুটে খাও তোমরা পৃথিবীর
আছে যত খাজানা
ঝড়ে পড়ে সে দিন একটি ফুটন্ত গোলাপ,
এই দূষিত সমাজে হবেনা আর  জ্ঞানের আলাপ।