যে ভেঙ্গেছ আমার ঘর
আমি ভাঙ্গব তাহার,
আদর্শবিহীন এই রাজনীতি
ভাঙ্গার আছে নেই গড়ার।
সূবর্ন জয়ন্তী পার করেছি
হীরক জয়ন্তী আগে,
স্বামী বাপের এই দেশেতে
কি পেলাম মোরা ভাগে।
নরকের মাঝে আমরা জনতা
স্বর্গের সুখ ওরা লয়,
লুটেপুটে ওরা খেয়ে করল শেষ
ঋনের বোঝা জনতা সয়।
সীমান্তে উৎপেতে আছে হায়নার দল
কার আছে সেথায় খেয়াল,
বয়কট কর যে ভাঙ্গতে চায়
জনতার মাঝে ঐক্যর দেয়াল।
শপথ কর ফিরাবেনা আর
ওদেরকে বাংলার ক্ষমতায়,
কোরআনের রাজ কায়েম করে দেখ
শান্তি ফিরবে সোনার বাংলায়।