তুমি খাও পোলাও-মাংস
অট্রালিকায় কর বাস,
আমার ঘরে শুন্য হাড়ি
শুধু আছে দীর্ঘশ্বাস।
তুমিও মানুষ আমিও মানুষ
একই মোদের প্রভু,
তোমার কাছে হক যে মোর
দাওনি মোরে কভু।
কুড়ে ঘরে থাকি আমি
দিনে আনি দিনে খাই,
মহামারীর এই দিনে
রুজি রোজগার কিছুই নাই।
সেদিন গেলাম কাজের খোঁজে
পাশের গাঁয়ের হাটে,
কোথায় থেকে এক পুলিশ এসে
বন্দুক ধরল ললাটে।
বলল সে,মহামারীর করালগ্রাসে
নিত্য ঝরছে প্রাঁন,
সরকার করেছে বাজেট
ঘরে বসে পেয়ে যাবে ত্রান।
বুক ভরা আশা নিয়ে
ছুটে গেলাম চেয়ারম্যানের বাড়ি,
ত্রানের বস্তা?নয় এত সস্তা
কিভাবে পাব এত তাড়াতাড়ি।
মুখ খানা তার যেনতেন
অগ্নিশর্মা করে বড় দুটি চোখ,
বলল বেটা ভাগ,না হয় তুর ললাটে
আজকে আছে দুখ।
হতাশ চিত্তে অচল বদনে
বাড়ি গেলাম ফিরে,
ছোট ছোট বাচ্ছা মোর
চারদিকে বসেছে ঘিরে।
কি এনেছ? দাও বাবা তাড়াতাড়ি
বিষন পেয়েছে ক্ষুধা,
পেট ভরে খাব আজ এ অমৃতসুধা।
অশ্রুশিক্ত নয়ন যোগল
নেত্রকোনে জমেছে বারিধারা,
বুকের দহনের অগ্নিশিখা
পুড়ে ছারখার চাঁদ সেতারা।
দীনহীনের অন্ন মেরে খাও
তোমাদের হবেনা কভু লাজ ,
করোনার মৃত্যু দাও প্রভু
গরীবের ত্রান খাচ্ছে যারা আজ।