বৃষ্টি দেখতে এখন আর
বাতয়নের পাশে যাইনা
বাতায়ন খুললে ভেসে
আসে হাহাকার আর কান্নার শব্দ
নদী দেখতে এখন আর নদীর কিনারায়
যেতে হয় না
নদীর উপরে আজ মোদের বসবাস।
সাত সকালে বাতায়ন খুলে দেখি
ছোট একটি ইঁদুর দৌড়ে এসে ঠাঁই নিয়েছে
ছোট একটি তরুর ঢালে। ঝাপটে ধরেছে ঢালটিকে
তরুর আগা ছুই ছুই জল।
থর থর করে কাঁপছে ইঁদুরটি
বেচে থাকার আকুতি যেন স্পষ্ট
আজ মানুষের জীবন বিপন্ন সেতো অন্ন জাতি
মনবতা এখানে জলের মধ্যে আবদ্ধ।
একটু পরেই প্রচন্ড ঢেউ তাকে গ্রাস করে নিয়ে গেল
প্রতিটি প্রানের আকুতি যেন কানে ভেসে আসে।
কিন্ত়ু নিরুপায় অসহায় নিজেকে অপরাধী মনে হয়।