যার পায়ের তলে বেহেশত তোমার
মুখ দেখিলে হজ্বের সাওয়াব,,,
তাকে ছেড়ে যাও তুমি কোন দরবারে
দেখ তুমি স্বর্গের খোয়াব ।।।
মা যে তোমার নেকির ভান্ডার,নত রাখ
মায়ের সামনে তোমার শির,,,
দোয়া কবুলের শ্রেষ্ঠ মাধ্যম,কেন যাও
তুমি ধরতে পীর।।।
সাতান্ন ডেল ব্যাথা সহ্য করে যে মা
দিলেন তোমায় জন্ম,,,
সে ঋন কভু শোধ হবে না যদিও দাও
কেটে গায়ের চর্ম।।।
পঁয়তাল্লিশ ডেল ব্যাথা হলে আসে
মানুষের মরন,,,
আপনাকে মৃত্যুর মুখে ঠেলে দিতে
তুমিই ছিলে কারন।।।
যে জন বৃদ্ধ মাকে সেবিয়া জান্নাতে
নিতে পারল না ঠাই,,,
সে জনের জান্নাতের জিম্মাদারি
নেবেনা প্রভু মালেক শাই।।।
তুমি যখন চলতে অক্ষম ছিলে তোমাকে
সক্ষম করে গড়লেন যিনি,,,
তাহার অক্ষমের সময় পাশে থাকে যে জন
শ্রেষ্ট মানব তিনি।।।