যেথায় তোমার আপন ঘর
রাখ কি তাহার খবর,,,
বাড়ির পাশে এক টুকরো মাটি
নাম তাহার কবর।।
ওরে মন নাম তাহার কবর।।।
বাবা তোমার শুয়ে আছেন
আসবেনা কভু ফিরে,,,
মাটি তোমায় ডাকেরে মন
দেখনা তুমি হাজার কাজের ভিড়ে।।
ও মন হাজার কাজের ভিড়ে।।।
আসবে যখন ডাক তোমার
নিঃশ্বাস আসবে ধীরে,,,
দেহ থেকে প্রানটা উড়ে যাবে
যদিও থাক হাজার মানুষের ভিড়ে।।
ও মন হাজার মানুষের ভিড়ে।।।
সাথি তোমার কেউ হবেনা
একেলা যাবে চলে
মাটির দেহ মাটি খাবে আরো খাবে
পোকা মাকড়ের দলে
ওরে মন পোকা মাকড়ের দলে