চিত্তের অনলে কভু
দগ্ধ হয়না কায়া,
রুধিরাক্ত  এই অন্তর
অবয়বে সবুজের ছায়া।
আজন্ম পরাধীন আমি
কভু বৃটিশ কভু পাকি,
স্বাধীনতার খোলসে এখন
ভারতীয় চেতনায় বিকি।
নীতির বাক্যের ফুল ফুটিয়ে
কায়াতে করেছ ছেদ,
রক্তে রঞ্জিত সোনার দেহ
তবে কেন এই বিচ্ছেদ।
আপন দহনে পোড়েছি আপনি
যাচিয়াছি মুক্তি
কন্ঠ রুদ্ধ করে হস্তযোগল বেঁধে
ছিনিয়ে নিয়েছ শক্তি
নিঃশ্বাস রুদ্ধ করে কতকাল থাকব
আমি হতে চাই স্বাধীন
সকল জঞ্জাল হটাও  মোর
শোধ করতে দাও শহীদের ঋন।