নরকের নাম শুনেছ কভু?
সেতো জ্বলন্ত অগ্নিকুণ্ড
পাপের পাল্লা ভারি হলে দেবেন প্রভু
অনল দহের দন্ড।
দাবানল দেখেছ কবু?
নরকের জলন্ত প্রমান,
কায়া জ্বলে ছাই হবে
তবু বের হবেনা প্রান।
তৃষ্ণায় ফেটে যাবে বক্ষ্য তোমার
তখন চাইবা তুমি জল,
ফুটন্ত পানি দেবে তৃষ্ণা মেটাতে
রক্ত,পূঁজ,আর কায়ার মল।
প্রচন্ড তৃষ্ণায় তুমি করিবে পান
রক্ত,পুঁজ আর মল,
শিকল বেঁধে টেনে নেবে তোমায়
দানব আকৃতির ফেরেশতার দল।
বিরাট দেহের স্বর্প আসিয়া
ধ্বংসিবে তোমার গায়ে,
বিষ ক্রিয়া জ্বলবে শরীর
মাপ পাবেনা ধরলে পায়ে।
চাঁদ সুরুয গিলিয়া খাবে
নরকের ঐ পেটে
তোমায় রাখবে সে নরকে
আমল না থাকলে গাঁটে।