আর কত কাল থাকবে রুদ্ধ করে
বিবেকের দ্বার,
চারদিকে মজলুম অসহায় মানুষের
আর্তনাদ আর হাহাকার ।
চক্ষু মুদিয়া আর কতকাল
সেজে থাকবে অন্ধ,
চেয়ে দেখ দুনিয়া জুড়ে শুধু
মুসলমানের লাশের গন্ধ।
হাত দুটিতে আর কতকাল
চুড়ি পরে ঘরে বসে রবে,
হাসরের দিন তোমার বিরুদ্ধে
মজলুম অসহায় সাক্ষী দেবে সবে ।
তুমি মুসলিম সিংহের বাচ্ছা ইদূরের মত
লোকাও কেন তুমি গর্তে,
জেগে উঠ হুংকার দাও কার বুকে এত সাহস
তোমার বিরুদ্ধে আসবে লড়তে।
তোমার ভয়ে সদায় আতংকে থাকে তাঘুতের দল
ভাবে এই না উঠল জেগে,
উঁচু কর শীর গড়ে তুল ঐক্য দেখবে সকল তাঘুত
লেজ ঘুটিয়ে যাচ্ছে ভেগে।