মোর তোমাতে বিশ্বাস
তুমি দিয়েছ নিঃশ্বাস
তুমি মোরে দানিয়াছ প্রান।
তবু প্রভাতটা করি শুরু
ইবলেসকে মেনে গুরু
বিশ্বাস ভেঙ্গে করি খানখান।
বলি আমি তুমি প্রভু
হুকুম মানিনা তোমার কভু
ডানে বললে চলি বামে।
নামাজ পড়িনা
কোরআন ধরিনা
মুসলিম শুধু আমি নামে।
এই যে যেথায় আমি আছি দাড়িয়ে
উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম দিগন্ত ছাড়িয়ে
সকলি তোমার সৃষ্টি।
ক্ষুদায় আমি করি যে আহার
নির্মল আলো বায়ু সকলি তাহার
যেথায় যায় মোর দৃষ্টি।
মোর কাছে কভু চায়নি তাহার কর
এই অগনিত নেয়ামতের চায়নি দর
হুকুম তাহার সদায় নত রাখ শীর।
শিরিক করোনা
মানুষ মেরনা
জান্নাতে তোমার হবে নীড়।