আত্মচিৎকার
দেলোয়ার হোসাইন

নিদ্রা ভঙ্গ হলে আজকাল কর্নে আসেনা
বিহঙ্গের কিচিরমিচির ডাক,
শুনি শুধু দীর্ঘশ্বাস হাহাকার মৃত্যুর
ভয়ংকর হাঁক।
যত গড়িয়ে যাচ্ছে সময় কে যেন বাজিয়ে যাচ্ছে
মরনের বিন,
যেন বলছে হও হুসিয়ার,আমি আসছি তোমার দুয়ার
ঘনিয়ে আসছে তোমার দিন।
চাতক পাখির মত ছটফট করি চার দেয়ালে বন্দি
কেউ নেই কারো পাশে,
মহামারীর মরন থাবায় মাসরিক থেকে মাগরিব
ভরে যাচ্ছে মানুষের লাশে।
এক একটি শহর যেন প্রাচীন সভ্যতার অতিশয়
প্রাচীন নিদর্শন।
নেই সেই কোলাহল গান বাজনার মোহ ক্ষমতার দাপট বুরুজ খলিফার আকর্ষণ।
গত হয়েছে যে সময় ফিরে আসবেনা সে কখনো
ভবিষ্যৎ যেন আন্ধার
আসমানের ফায়সালা আসবে কবে?শুনবে কি প্রভু
এই আত্মচিৎকার বান্দার?