জন্ম থেকে আজ অবধি
দ্বারে দ্বারে ঘুরছি নিরবধি
কোথায় বাঁধব আমার ঘর
কেউ গড়েছে সুরম্য প্রাসাদ
বাংলো গড়েছে কাটাতে অবসাদ
প্রভুর জমিন বন্টন করেছে আমায় করে পর
শৈশব গেল অনাদরে কৈশরে পাইনি ছায়া
মানুষের সমাজ অমানুষের মত দেখায় মায়া
পিতা মাতাহীন এই আমি রাস্তায় গড়েছি নীড়
উচ্চ নিম্ন মধ্যবিত্তের দেখেছি অজস্র ভীড়
ঠাঁই নাহি পাই মাথা গুঁজে রাখার মাটি নাহি পাই
কত পথ হেটেছি কত ধরেছি নেতা
অশ্রুর বয়েছে নদী বুকে জমেছে পাহাড় সমান ব্যাথা
অন্তে এসে সবাই মিলে এক টুকরো মাটি করল দান
আপন বাড়িতে আমি শুধু দেহে নেই প্রান
অদ্ভুত মানবজাতী বেঁচে থাকতে বুঝেনা মানবের ব্যাথা
মরনের পরে তারাই আবার গাঁথে শোকগাঁথা