স্বর্ণালী সেই দিনগুলো ভাই
কাটত খেলার মাঠে
কাটত সময় ভেলায় ভেসে
কাটত সময় ঘাটে ।
কাটত সময় স্বপ্ন দেখে
মায়ের কোলো পিঠে
হরেক মজার নাড়ু খেয়ে
হজমি আচার মিঠে ।
পান্তা ইলিশ মন্ডা মিঠাই
ভাপা পিঠার স্বাদ
স্বর্ণালী ঐ স্মৃতিগুলো
পরছে মনে আজ ।
এমন সোনার দিনগুলো কি
আসবে ফিরে আর
তাইনা ভেবে একলা ঘরে
মন হয়ে যায় ভার ।