১৬ কোটি মানুষের
৩২ কোটি হাত
চাইলেই পারে দিতে
রাঙানো প্রভাত ।
বিভেদের দেয়ালে
বন্দি মনন
হানাহানি সংঘাত
নিষ্ঠুর ভাঙন ।
আলোকের পথটারে
এসো চিনি সবে
ঐক্যের বাঁধনে গাঁথি
প্রতীতির সাথে ।
আমাদের হাত ধরে
শান্তি আসুক
প্রিয় ভূমি বাংলাতে
শিশুরা বাঁচুক ।
শিশুদের জন্য আগামীর দিন
পৃথিবীটা হয়ে যাক স্বপ্ন রঙিন ।