বাঁচলে সবুজ বাঁচবো মোরা
থাকবে বেঁচে চরাচর
তবুও কেন কাটছ সবুজ
ভরছ পুকুর বরাবর ।
নিজের পায়ে কুড়াল মারো
কেমন বোকার হদ্দযে
গাছ লাগাও জীবন বাঁচাও
নয়ত বড় ফর্দসে ।
এক পৃথিবীর হরেক জীবন
মারবে কেন মানুষে
ধ্বংস ডেকে আনবে কেন
উড়তে থাকা ফানুসে ।
বাঁচুক সবুজ বাঁচুক পুকুর
শিয়াল কিংবা বোয়ালে
তবেই তো ভাই বাঁচবো মোরা
গান গাইবে পিয়ালে ।
চারপাশের জীবন জড় সবই 
খুবই দরকারী
নাইলে কিন্তু সর্বনাশ অনবো
ডেকে মহামারী  ।