শুভ্র মেঘের ছুটোছুটি পিউ পাপিয়ার ডাক
বর্ষা দিনের মাতম শেষে শরত ঋতুর বাঁক ।
শিউলি বেলি জারুল ছাতিম কাশফুলের দোল
দিনের শেষে জ্যোৎস্না রাতে ডাহুকের কোলাহল ।
সবুজে সাজে এই প্রকৃতি নদী-য়ে জাগে চর
বৃষ্টি ঝরে যখন তখন ঝরঝরা ঝর-ঝর ।
সকাল বেলায় সিক্ত ঘাসে স্নিগ্ধ বাতাস বয়
পাখির গানে ছন্দ তালে হৃদয় হুতাশ হয় ।
ঋতুর রাণী শরত সাজে কি অপরূপ সাজ
এমন শোভা কোথায় পাবে কোন বিভূঁইয়ের মাঝ ?
দেখবে যদি শরতের রূপ অপরূপ কাশবন
বাংলাদেশের সবুজ গৃহে রইল নিমন্ত্রণ ।
চক্ষু তোমার ভরবে হেথায় ছয়টি ঋতুর ঢংয়ে
মন যে তোমার বাউল হবে ঋতু রাণীর রংয়ে।