শীত এলে ধরণীটা
উৎসবে মাতে
পিঠাপুলি হরদম
দিন আর রাতে ।
সরিষার খেত জুড়ে
হলদে চাদর
শিশিরবিন্দু ভোরে
বুলায় আদর ।
দিনে দিনে বেড়ে যায়
শীতের প্রকোপ
ঝরে পড়ে গাছ পাতা
বনফুল ঝোপ ।
কনকনে ঠান্ডায়
শীতের বেরাম
কেঁপে ওঠে জনপদ
নগর গ্রাম ৷
বঞ্চিত জনগণ
পায় না তো খেই
কে বলে ভোগান্তি
শীতকালে নেই ?