শিকল পা'য়ে বন্দি খাঁচায় স্বাধীনতার পাখি
বৈষম্যের পেষণ জ্বালায়
জল ছলছল আঁখি!
বন্দি আকাশ বন্দি বাতাস বন্দি বিশালতা
সবুজ শ্যামল নিটোল রুপের
মহীরুহ তরুলতা ।
ছিড়ল ডানা সবুজ পাখির বাংলাদেশ নাম
লাল হল তার সবুজ দেহ
অনেক দিল দাম।
পাষাণ বুলেট বিধঁল তাহার সারা দেহ জুড়ে
সেই দুখেতে মর্সিয়া গাই
করুন নিরব শুরে।
ঝরল পাখির রক্তধারা অবিরল ঝরঝর
রক্ত স্রোতের লোহিত ধারায়
ভরে গেল সরোবর !
একটি পাখির আগুন চোখে স্বপ্ন মেলে ডানা
গাইল সবাই বজ্র কন্ঠে
স্বাধীনতার গানা।
পাখির ঠোঁটের বিষম আঘাত হানল পাপীর বুকে
হটল পাপী অত্যাচারি
ছানাদের জন রোষে।
কিন্তু পাখি নেই যে কোথায় কোথায় গেল সে
জীবন দিয়ে স্বাধীনতাটা
দিয়ে গেল সবিশেষে ।