সাত সমুদ্র তের নদীর পরে
বন্দি আছে রাজকন্যা দৈত্যপুরের ঘরে ।
লাগবে শুধু সোনা-রুপার কাঠি
কোথায় খুঁজি কুজো বুড়ির বাটী ?
জানা আছে কুজো বুড়ির সব
কেমনে হবে দানোর পরাভব ।
শিখিয়ে দিল বুড়ি আমায় যাদু
ছা সিম সিম
ছা সিম সিম
ভাগরে দানোর দল !
কিরে, শুনি কিসের কোলাহল ।
চক্ষু মেলে দেখি
সব ছিল হায় মেকি
দাদু টান মারছে আমার কান দু'খানা ধরে
কি বকিস আবোল তাবোল হতচ্ছরা ওরে ।