রমজান এলো ফের
বছরটা ঘুরে
পাপ যত সাফ কর
মাসটা জুড়ে ।
রমজানে রাখ রোজা
শুদ্ধ চিত্তে
ভুলে যাও পাপাচার
আর যত মিথ্যে ।
রমজানে পাকড়াও
ইবলিশ শয়তান
সাওয়াবের ডালি ভর
হে, মোমিন ইনসান !
রমজানে রহমত
অহরহ বর্ষে
তাইতো এই মাস
হাজারেরও শীর্ষে ।
ক্বদরে রজনীতে
কর যত আবদার
পাপি যত আছ সব
কেঁদে হও বেশুমার ।
পাপগুলো সব সাফ কর
নফলে ও জিকিরে
রমজান গেলে ভাই
কি হবে ফিকিরে ?
রমজানের রোজা শুধু
আল্লাহ তা'লার
প্রতিদানও দিবেন তিনি
অসীম যিনি রহিম অপার ।
রমজানের শিক্ষা নিয়ে
বছর চলি ভাই
সাওয়াব হাসিলে রমজানের
কোন জুড়ি নাই ।