ছাতা মাথায় দাঁড়িয়ে ছিলাম
তিন রাস্তার মোড়ে
বৃষ্টি মাথায় চালক মামা'য়
যাচ্ছিল খুব জোরে ।

এই যে মামা-- শেখের টেকে
যাবেন নাকি কন
থুরথুরিয়ে কাঁপছে মামা'য়
ভার হল তাই মন ।

রিকশা চালায় ভাতের লাগি
যামু না কেন ছার
যাওন ছাড়া উপায় তো নাই
আছে মেলান ধার ! 

কই যাইবেন কন দেহি ছার
রোড লাম্বার কত
ভাড়া কইলাম বাড়তি দিয়েন
আগে দিতেন যত ।

চার নাম্বারের মাথায় যাবো
নিবেন কত ভাড়া
একটু কিন্তু জোরসে যায়েন
আছে আমার তাড়া ৷

দেড়শো টাহার কম যামু না
বৃষ্টি দিনে ছার
রোডডা আমার চেনাই আছে
গেছি হুক্রবার ।

চালক মামার ভাড়ার  রেটে
হলাম আমি অবাক 
কি কও মামা ; একশো টাকায়
যায় তো দেখি বেবাক ।

দুখের কতা কি কমু ছার
পাঠাও উবার এসে
রিকশা চালক আমরা হকল
পথে গেছি বসে  !

সবাই চড়ে মোটর কারে
ভাড়াও নাকি কম
আমরা তো ছার গতর খাটি
ঘাম ঝরে কি কম !