রোড নম্বর ছয়
অফিসে আজ যেতেই হবে না গেলে আজ নয়
এবার আমার গন্তব্য রোড নম্বর ছয় ।
চাকরি করি ব্যাংকে আমি পেটি ক্যাশিয়ার
সারাটা দিন হিসাব কষে টনটনে হয় ঘাড় ।
আসাদ গেটে দাঁড়িয়ে আছি পাচ্ছি না তো গাড়ি
রোদের তাপে রাগের চোটে ছিঁড়ছি নিজের দাড়ি।
এমন সময় প্যাডেল মেরে রিকশা এলো নয় খানা
সবার মুখে একই কথা ---জুটছে নাতো খাদ্য দানা ।
থুত্থুরে এক বৃদ্ধ চালক দেখেই মায়া হল
এই যে চাচা --- তুমিই তবে আমায় নিয়ে চল ।
এমন দিনে কেমন করে দিন কাটছে চাচা
আর কইয়ো না অন্নকষ্টে দায় হয়েছে বাঁচা ।
আমিও কি আর জানি না তার দুঃখ কত গাঢ়
দু'নয়নের আকাশে তাই মেঘ এলো প্রগাঢ় ।