অনেকে বলে আমাদের বিজয় নাকি খুব সস্তায় অর্জিত --
পাকিস্তান আর হিন্দুস্তানের বেহুদা কাইজায় আমাদের এ বিজয় ।
অথচ আমদের ৩০ লক্ষ শহীদ আর অযুত মায়ের সম্ভ্রমহানি
তার কতটুকুই বা আমার প্রজন্ম জানে ?
সাতচল্লিশ থেকে সত্তরের নিষ্পেষণ আর বঞ্চনার ইতিহাস
পুস্তকবন্দি হয়ে নিভৃতেই কাঁদে ;
আর ইতিহাসবিশ্রুত আমাদের অ-সচেতন মনন দাঁত খিচিয়ে হাসে !
সত্যি কতই না সেলুকাস আমার প্রজন্ম
যারা পূর্বসূরিদের রক্তস্রবণে থাকে নিস্পৃহ ।
বিজয় দিবসে স্মৃতিসৌধে মুখবিকৃত করে একখানা সেলফি তোলে,
লাল সবুজের ফুতুয়া পাঞ্জীতেই সব শেষ !
সত্যি, কত বিচিত্র এ দেশ,,,,!