একটি পাখি বেজায় পাজি
গাই-যে শুধু গান,
সেই পাখিটার মধুর গানে
জুড়ায় আমার প্রাণ ।
ইচ্ছে করে হাতের মুটোয়
রাখি আদর করে,
পাজি পাখি চঞ্চল খুব
দেয়না ধরা সে
গাছের ডালে শাখায় শাখায়
উড়ে আপনমনে ।
গাছে উড়ে শূন্যে উড়ে
উড়ে হৃদয় জুড়ে
কিচমিচিয়ে গান গাই সে
মিষ্টি কলরবে ।