সাজানো এ সভ্যতা
পানসে মনে হয়
বিস্বাদ ঠেকে মনে--
জনহীন কোন অরণ্যে
সঁপি হৃদয়ের অনুভূতি
যেন চিরচেনা এইতো
আবাস ছিল আমার
এ অরণ্যে,
কেন কাটা হলো অরণ্য?
কেন উঠলো গড়ে সভ্যতা?
আর সেদিন থেকেই যত
দুঃখের প্রপাত ঝরে
মানুষ্য হৃদয় জুড়ে  ....!