ওরে বাটপার ওরে ভন্ড মূর্খ প্রবঞ্চক
তোর মাথা ভরা ঘুণে
চুরি করা নুনে
আঘাত হানিতে জাগে সখ !
ওরে দানবিক ধ্বংস আশীষ
হাসিস ক্রুর হাসি
দিবো তোর ফাঁসি
ঘৃণাবাণ যদি ছাড়িস ।
ওরে নষ্ট পথভ্রষ্ট
জঁপিস ব্যঙ্গ বুলি
করে দিবো গুলি,
দেখবে তখন অগণন জন
গোবর ভর্তি ঝুলি ।
বলিলাম কথা নয় অযথা
বহ্নি জ্বলে বুকে
মানু মরে রোগে
তোরা বসে খাস সব করে নাশ
ডিসটোপিয়ায় গড়িস আবাস ।
#ওরে বাটপার
হুসাইন দিলাওয়ার
পুনশ্চ : আগ বাড়িয়ে নিজেকে বাটপার ভাববেন না ।