নির্বাচন আসলে দোরে
দেখবো কত ন্যাকামি
লোকাল বাসে
টুপি মাথায়
যত্তসব ভাঁড়ামি ।
ওরা সবাই দু'মুখো সাপ
ভং ধরে শুধু ক'দিনি
নটির নটে পিত্তি জ্বলে
সব ক'টায় হারামি ৷