১.

নারী আমার বাড়ির মানুষ
কল্পলোকের রঙিন ফানুস
হৃদয়ের পরিতোষ কমলতা ;
নারী আমার শুভ্র চঞ্চলতা ।

২.

বাউন্ডুলে জীবনে যে আনে
গৃহের অনুরক্তা
যার আঁচলে জীবন নদীয়
আসে প্রন্নতা ।