মশাগুলো বজ্জাত
করে ভনভন
ঢাক পেট খুনে ভরা
খুব টনটন ।
লোমকূপ খুঁজে তারা
কোথা আছে মূল
নচ্ছার মশাদের
খাড়াখাড়া হুল ।
থাপ্পড় দিতে তারে
উদ্যত হও
দেখবে নাই সে
হয়েছে উধাও ।
বাড়ি লাগে চামড়ায়
জ্বলে চুলকায়
এইভাবে মশাগুলো
শুধু ভুলকায় ।
#ছড়া : মশাগুলো বজ্জাত
হুসাইন দিলাওয়ার
১/৪/২০ ইং