টাকায় বিক্রি মনন মগজ
টাকায় বিক্রি মেধা
টাকার লোভে কলম চলে
বিবেক আছে বাঁধা !
আখের গোছাই ব্যাংকে জমাই
টাকার মাউন্টেন
মোরাল ভ্যালুস শিকায় ঝুলুক
কিপ সাইলেন্ট !
দেনদরবারের মোটিভ যদি
একটু প্রকাশ পায়
সাজি ভেজা বিড়াল তখন
মৎস্য নাহি খাই !
মরুক যত বোকার হদ্দ
সত্য লেখা যারা
এত দরদ কিসের বাপু
খাটনা একটু ভাড়া ।
কি দরকার নিজের খেয়ে
এমন ঝুঁকি নিস
আমায় দেখনা খাচ্ছি রোজ-ই
বিফ মাটন আর ফিস ।
কাজ কিছু না, খুবই সোজা
ঢাকছি শুধু পাপ
কলম কিংবা চাপার জোরে
রাস্তা করছি সাফ ।
তাতেই খুশি মোদের রাজা
দিচ্ছে মাশোহারা
বিবেক বুদ্ধি বন্ধক দিয়ে
খাটছি কেবল ভাড়া !