মুজিব মানে শান্ত ছেলে
মুজিব মানে উদার
মুজিব মানে ভাবনা কেন
চিন্তা কেন দ্বিধার ?
মুজিব মানে ভাষার দাবি
ভাষার অধিকার
মুজিব মানে মুক্তিকামী
দেশের স্বাধিকার ।
মুজিব মানে বজ্র কন্ঠ
রেসকোর্সের হাক
মুজিব মানে একাত্তর
শান্তি সুখের বাক ।
মুজিব মানে মহিরুহ
সত্য পথের গর্জন
মুজিব মানে স্বাধীনতা
অনেক কিছু অর্জন ।
মুজিব মানে অসীম সাহস
দুর্বলের শক্তি
মুজিব মানে ভালবাসা
মুজিব মানে ভক্তি ।