মাঠ ভরা ধান বিল ছিল
বাড়ির পাশে ঝিল ছিল
উদার আকাশ নীল ছিল
মায়ের হাতের কিল ছিল ।
ভূত জিনেদের প্রাণ ছিল
সোঁদা মাটির ঘ্রাণ ছিল
ময়-মরুব্বির মান ছিল
ভাটিয়ালি গান ছিল ।
আহ কি মজার দিন ছিল
চিড়া মুড়ির টিন ছিল ।
খেলনা কাঠের গাড়ি ছিল
কলা পাতার বাড়ি ছিল
ফোঁকলা দাঁতের মাড়ি ছিল ।
ছোট্ট মাটির চুলা ছিল
ভাত রন্না'য় ধুলা ছিল ।
নিমের বিচি ডিম ছিল
জঙলি ফলের সিম ছিল ।
বুনোফুলের রান্না ছিল
ডাহুক পাখির কান্না ছিল ।
কানামাছি খেলা ছিল
বৈশাখী মেলা ছিল
মধুয়া সাগর কেলা ছিল
মহকুমা আর জেলা ছিল ।
দূর্গা পূজার ভাসান ছিল
অংক মশাই পাষাণ ছিল ।
বায়স্কোপের শো ছিল
মাছ ধরবার যো ছিল ।
#আহ কি মজার দিন ছিল
#হুসাইন দিলাওয়ার
১৫/০৪/২০ ইং