জ্যৈষ্ঠ মাসে তপ্ত হাওয়ায়
উদাস দুপুরবেলা
জ্যৈষ্ঠ মাসে রিমঝিমিয়ে
বৃষ্টি সারাবেলা  ।
জ্যৈষ্ঠ মাসে গাছের ডালে
ফলের উঁকিঝু্ঁকি
জ্যেষ্ঠ মাসে ফলের পসার
রঙের আঁকিবুঁকি ।  
জ্যৈষ্ঠ হলো মধুর মাস
পাকা ফলের ঘ্রাণ ।
জ্যৈষ্ঠ মানে উদোম গায়ে
তালপুকুরে স্নান  ।
জ্যৈষ্ঠ মাসেই মেঘ কালো হয়
গুরুমগুরুম বাজ
ঈশানকোণে মেঘ জমেছে
রুদ্র রূপী সাজ ।