হেঁটেছি এই মাটির ধূলট পথে
এক দঙ্গল যাত্রী পথিক সাথে
ধানের খেতের সবুজ আস্তরণে
লাউ ডগা সাপ ভাসত শুধু মনে
চলতে হত সাবধানে খুব
কদম গোনে গোনে ।

পষ্ট হত ঢাক গুড়গুড় ঢাকির শ্লোক
পায়ের পাতায় ঝুলছে ওকি বিলের জোঁক
সে ভয়েতে ভুলেই যেতাম পেটের ভোক
শঙ্কা জাগায় অচিন কোন রূপক শোক ।

আকুলতায় অতল কোন আবেশ জাগে
কিনতে হবে রঙিন বেলুন
আগে ভাগে ।

বান্নী মেলায় রঙিন খেলার হরেক ফানুস
ভটভটি আর খেলনা গাড়ি  মিষ্টি সানুস ।

সাধুর দল গাড়ছে তাঁবু ইতস্তত
জটাধারী সন্ন্যাসীটা নিদ্রারত ।

ফিরতি পথে হাতড়ে খুঁজি টাকা
ভর্তি পকেট নিঃস্ব নিরব ফাঁকা ।