মানুষ বাঁচুক
মানুষ হাসুক
শান্তি আসুক
বিভেদ ঘুঁচুক
দূর হয়ে যাক
বঞ্চনা।
নীতির নামে
নেতার নামে
মানুষ হত্যা
চলবে না।।
মানুষ ছাড়া
ধর্মে কি হয়?
কিচ্ছু না!!
ধর্মের নামে
জাত্যভিমানে
মানুষ হত্যা
সইবো না!