মানুষ হয়েও মানুষ মারিস
পশুর চেয়েও নিচ
মা বোনেদের দেখলে তোরা
বাজাস আবার শিস ।
কে বলেরে ছাত্র তোরা
দলদাসের পাল
সুযোগ পেলেই এই জনগণ
তুলবে তোদের ছাল ।
হাতুর দিয়ে হাড় ভেঙেছিস
চড় মেরেছিস গালে
তোরাই নাকি সোনার ছেলে
দলকানারা বলে ।
হাসব নাকি কাঁদব আমি
চোখে আসে জল
কলম ছাড়া অস্ত্র হাতে
তোরা মাকাল ফল ।
আম জনগণ জাগলে পরে
বুঝবি তখন মজা
মানুষ হয়ে মানুষ মারার
পাবি তখন সাজা ।
তাইতো বলি হৃদয়খুলি
সময় থাকতে ভাই
আবার তোরা মানুষ হ
মানুষের দলে আয় ।