জন্ম আমার কোথায় বল
শহর নাকি গাঁ
একটা মানুষ খুঁজছি আমি
ডাকব যাকে মা ।
ভার্সিটির ঐ লাল গাড়ীতে
একটা আপা আই'ত
বলত তিনি আদর করে
তুই আমারি ভাই'ত ।
একটা ভায়া গালটা টিপে
ভালবেসে খাওয়া'ত
ফুচকাওয়ালা একটা মামা
সাবান দিয়া নাওয়া'ত ।
বই হাতে আর আসে না কেউ
মরছি ক্ষুধার জ্বালায়
হাতে একটা প্যাকেট দিলেন
খয়রাতি এক খালায় ।
খেলার সাথী ভুলুটাও
করুণভাবে কাঁদে
জীবন আমার এমন কেন
আটক কেন ফাঁদে ?
আমার কথার জবাব আমি
এখনো যে পাইনি
হে সচেতন এমন জীবন
কক্ষনো তো চাইনি ।
#ডাকব যাকে মা
#হুসাইন দিলাওয়ার
১৩/০৪/২০ইং
ছবি--সংগৃহীত