কালো টাকায় গরু-ছাগল
বিরাট হট্টগোল
গরু ছাগলের কিচ্ছা ছড়াও
অযথা শোরগোল ।
মস্ত বড় গরু ছাগল
নেইপ্রয়োজন তাঁর
তওবা কর সেজদা কর
নামাও পাপের ভার ।
কত মানুষ বানভাসি হয়
ক'জনে নেয় খোঁজ
বন্যা খরায় কপাল পুড়ায়
দুঃখে কাটে রোজ ।
কেমন তোমার কুরবানী হায়
কেমন তোমার ত্যাগ
ছলচাতুরি খোদায় দেখেন
ভরছ পাপের ব্যাগ ।
রক্তটুকুই কবুল করেন
রহিম রহমান
খালেস দিলে কুরবানী দাও
এইতো আহবান ।