তিমির রাতের নিকষ কালোয় শুভ্র আলোর ঢল
জাহেল যুগে পাখির মুখে সুখের কোলাহল ।
হাবীব খোদার পেলেন দীদার জগত হলো আলো
হেরার আলো বিবশ গেলো-- নূরের জ্যাতি ঢালো ।
অবাক হলো জিন ইনসান গাইল নবীর গান
দিক দিগন্তে শত প্রান্তে ছড়াল আহবান ।
এসো হে মানুষ ! সঁপি আল্লাতে নেই কোন তাঁর তুল,
আমি হলাম বার্তা বাহক-- প্রেরিত রাসূল ।
শরীক করো না কারো সাথে তাঁর; এ যে মহাভুল
তাঁর ইচ্ছায় এলাম ধরায় ফুটবে রঙিন ফুল ।
সেই আহবান ঐক্যের গান শত্রুরা হলো ভাই
শান্তির বাণী বুঝল জ্ঞানী কুরআনেতে পাই ৷
ভুলে গেল রাজা ঝগড়া ফ্যাসাদ জুলুম পীড়ন
মোহন আলোয় ভরলো ভূবন কোন সে কিরণ ?
পথহারা যারা লুটতো সব; ভাঙতো ভাইয়ের মাথা
হাজার বছর পরেও শুনি সেই সে জাতির বিজয় গাঁথা ।