ছোট ছোট ক্ষত
ছোট ছোট ব্যথা
কিছুক্ষণ আনমন
স্থিত থাকা ।
রোজকার ক্ষতগুলো
ভুলে যাই ভোরে
ছুটে চলি মৃদু পা'য়
খানিক দূরে ।
বিষাদের নীলাকাশ
বুকের ভিতর
তারপরও অভিনয়ের
খুব কম দর ।
মঞ্চস্থ হয়ে গেলে
উবে যায় আলো
তারপরে চারদিকে
শুধু নিকষকালো ।