রাগ করেছে খোকন সোনা
দাদুর ওপর খুব
তাই তো দাদু দোর ভিজিয়ে
এক্কেবারে চুপ !
কেন দাদু মারবে এমন
পুষির পিঠে ঘা
ঘায়ের চোটে পুষির বুঝি
ভাঙল বা'পা ।
একটুখানি মাছভাজা-ই তো
খেলো আমার পুষি
তাই বলে কি পুষির গায়ে
মারবে যেমন খুশি ?
গাল ফুলিয়ে খোকন সোনা
আব্বুকে দেয় নালিশ
দাদু যেন পুষির পা
দেয় করে দেয় মালিশ ।
নইলে কিন্তু আল্টিমেটাম
ভীষণ অনশন
ফিরনি পোলাও আইসক্রিমও
করবো-না ভোজন ।