মা কাঁকড়া : ওরে খোকা যাসনে
মাথা মোর খাসনে
ফিরে আয় ঘরে !
ছানা : ঐ দেখ ফাকা তীর
নাই কোন জন'ভিড়
মরো কেন ডরে ?
আজ হবে লুটোপুটি
বালুচরে ছুটোছুটি
আমরাই রাজা ;
জ্বালিয়েছে রাতদিন
মানুষেরা এতদিন
পাক তারা সাজা ।
কাঁকড়ার যত আছে
খেলুড়ে গ্যাং
মারবেল খেলে তারা
দিয়ে আট ঠ্যাং ।
হা হা
দেখ মা
কচ্ছপ নানা !
হায় হায়
পিছে তার
ছানা আট খানা !