ইচ্ছে করে এখন থেকেই
রং তুলি নিই হাতে
সেই তুলিতে ফুটিয়ে তুলি
আমার পৃথিবীকে ।

ইচ্ছে করে এখন থেকেই
অনেক বই পড়ি
লিখতে থাকি  কাব্য আর
ডাকবে আমায় কবি ।

ইচ্ছে যখন সত্যি হবে
বনবো যখন কবি
কাব্যপাঠে তোমরা তখন
অবাক হবে সবি ।

আমার তুলির আঁচড়েতে
আঁকবো  কত ছবি,
কাব্য তুলির অবাক কাজে
ডাকবে আমায় কাজী ।