মাছগুলো তৃণভোজী
ভেড়াগুলো হিংস্র
বাঘ মামা পরে জামা
নাড়ু খায় ত্রিংশ ।
মানুষেরা হাওয়া খায়
টয়লেট যায় না
হাওয়াভোজী মানুষেরা
দাম কিছু পায় না ।
গরুগুলো গুরু হায়
খায় তারা মানুষে
বোকা প্রাণী মানুষেরা
বাস করে বারিশে ।