গল্পের প্লট খুঁজি ফুটপাত  রাস্তায়
গল্পেরা উঁকি দেয় শুধু  অবেলায়
রাজপথ , ফুটপাত, আর জানালায়
গল্পের প্লট খুঁজি বেলকনিটায় ।
হুট তুলা রিকশায় গল্পের খেলা
গভীর রাতে গল্পের মেলা
গল্পেরা উড়ে যায় মাথা ছুঁয়ে দূরে
হাতছানি দেয় শুধু হেয়ালি সুরে ।
পিনহোলে দেখা যায় গল্পের প্লট
হাত দুটো হয়ে যায় কেন যেন শ্লথ ?
মনে চাই গল্পেরা আসুক এ ঘরে
অতঃপর খাতাটা ছুড়ে ফেলি দূরে  ;
কাব্যের ভাজ খুলে শব্দের খেলা
এইখানে জমে গেছে   শব্দের মেলা ।
আনকোরা পথিকের শব্দের খোঁজ
বিফলে ঘরে ফিরি এই আমি রোজ ।