গা*জার যখন আকাশ জুড়ে
রোনাজারি বিকট বারুদ
পূণ্য ভূমির ছাই স্তুপে হাসে
নয়া জামানার নয়া নমরুদ।

ঘুম পাড়ানি গানে ঘুমায় জাতি
সুরা পিয়ে পেয়ালায়
রাজপ্রাসাদের হেরেম জুড়ে
মতালেরা খাবি খায়।

স্বার্থ নেশায় মত্ত মুসলিম
দেয়ালে খেয়ালে ভাগ
গা*জায় তখন নির্ঘুম রাত
শোক শোণিতে সজাগ.

ফিলি*স্তিনিরা উড়ে অসমানে
মোরা রই  অভিশাপে
কাঁদে অসহায় মজলুম নর নারী
আমরা মজেছি পাপে....।